মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

দুর্বল হচ্ছে করোনা দাবি ইতালির

প্রতিদিন ডেস্ক

ইতালির একাধিক চিকিৎসা বিজ্ঞানী বলছেন, করোনাভাইরাস ক্রমেই দুর্বল হচ্ছে। দিনে দিনে শারীরিক ক্ষতি করার শক্তি হারিয়ে ফেলছে এই ভাইরাস। সূত্র: রয়টার্স।

মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে। এর কারণ এটি ক্রমেই দুর্বল হচ্ছে। ক্ষতি করার শক্তি হারিয়ে ফেলছে।’

ইতালির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার এসব কথা বলেন জাংরিলো। ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের  যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’ তার দাবি, ‘কভিড-১৯ এখন পরিষ্কারভাবে ভিন্ন রোগ।’ প্রসঙ্গত, ইতালিতে মে মাসের শুরুতে ভাইরাসে ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে এসেছে।

সর্বশেষ খবর