পর্যটকের পদভারে আবারও মুখরিত হয়ে উঠেছে বান্দরবান। গতকাল শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দেওয়া হয় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল-রেস্টুরেন্ট।
পর্যটন স্পট উন্মুক্তের প্রথম দিনেই বান্দরবানে পর্যটকের ঢল নামে। মেঘলা, নীলাচল, স্বর্ণজাদিতে ছিল পর্যটকের ভিড়। তবে আগত পর্যটকদের অধিকাংশই ছিল আশপাশের জেলা-উপজেলার। আবার অনেক দিন পর পর্যটন উন্মুক্ত হওয়ার পর স্থানীয়রাও ভিড় জমান স্পটগুলোতে।
জেলা প্রশাসন সূত্র জানায় গতকালই বান্দরবানে দশ থেকে ২০ হাজার পর্যটকের আগমন ঘটে।
হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, অনেক দিন পর হোটেল-মোটেল খোলায় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে আমাদের দিন পার হয়েছে। তবে আমরা অনেক অতিথি পেয়েছি।
গতকাল সকাল থেকে পর্যটকদের আনাগোনায় মুখর ছিল বিভিন্ন স্পট। দীর্ঘ পাঁচ মাস পর ট্যুরিস্ট স্পটগুলো উন্মুক্ত করে দেওয়ায় খুশি পর্যটকরা। তবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার অর্ধেক পর্যটক ভ্রমণের সুযোগ, হোটেল-মোটেলের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখা, মাস্ক পরা নিশ্চিত করা, পরিবহনে অন্তত তিন ফুট দূরত্ব রাখাসহ ৭৪টি শর্ত দেওয়া হয়েছে। করোনার কারণে ১৮ মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়।