বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতারা নিরাপদ দূরত্বে বসে আছেন

-অধ্যক্ষ সোহরাব উদ্দিন

আওয়ামী লীগ নেতারা নিরাপদ দূরত্বে বসে আছেন

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মোকাবিলায় সরকার অনেকাংশেই ব্যর্থ হয়েছে। সরকারি দলের নেতারা  মুখে বড় বড় কথা বললেও তারা কাজের কাজ কিছুই করছে না। বিশেষ করে কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগ নেতারা এই করোনা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। এখানকার মানুষ সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কিন্তু এখানে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানুষের জন্য কিছুই করেননি। তারা নিরাপদ দূরত্বে বসে আছেন। তারা সরকারি সহযোগিতাকে দলের সাফল্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সরকার ও দল দুটি আলাদা জিনিস।

সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশের মানুষের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা নিজের আখের গোছাতে ব্যস্ত। তিনি বলেন, সরকারি দলের নেতারা দেশের যত টাকা লুট করে বিদেশে পাচার করেছেন তার থেকে সামান্য কিছু করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করলে জনগণের কোনো দুর্ভোগ থাকত না। তিনি বলেন, সরকার নমুনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দিয়ে বলছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে। এটা দেশের মানুষের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অনেক দিন ক্ষমতার বাইরে। দলের নেতা-কর্মীরা হামলা-মামলা নির্যাতনের শিকার। এই অবস্থার মধ্যেও তারা করোনাকালে সীমিত সামর্থ্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। কুষ্টিয়া সদর, খোকসা-কুমারখালী ও দৌলতপুর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে স্থানীয় নেতা-কর্মীরা অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার থেকে শুরু করে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি তারা জেলার বিভিন্ন স্থানে মানুষের মধ্যে মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করেছেন। তিনি বলেন, ‘আমি নিজে শহরের বিভিন্ন এলাকায় ড্রেনে জীবাণুনাশক ছিটিয়েছি।

সর্বশেষ খবর