বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেতাদের পাশে পাননি অসহায় মানুষ

-নজরুল ইসলাম

নেতাদের পাশে পাননি অসহায় মানুষ

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আমরা জাতিগত, সামাজিকভাবে এবং সর্বোপরি স্বাস্থ্যসেবায় কতটা অসংগঠিত তা বৈশ্বিক মহামারী করোনা বুঝিয়ে দিল। এত দিন আমাদের নেতারা বলে এসেছেন দেশের স্বাস্থ্য খাতে নাকি প্রভূত উন্নয়ন হয়েছে। কিন্তু করোনা দেখিয়ে দিল তাদের বক্তব্য কতটা অন্তঃসারশূন্য। এই সাবেক সরকারি কর্মকর্তা বলেন, সরকার ও বিরোধী দল এই করোনাকলেও নিজেদের মধ্যে কাদা  ছোড়াছুড়িতে ব্যস্ত। তারা সেভাবে এই মহাদুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারেননি। বিশেষ করে কুষ্টিয়ার মানুষ হাতে গোনা দু-একজন ছাড়া রাজনৈতিক নেতাদের কাছে পাননি। জেলার অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী দীর্ঘ লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকে পথে বসে গেছেন। কিন্তু সরকারি সামান্য সাহায্য ছাড়া রাজনৈতিক নেতারা তাদের  সেভাবে সহযোগিতা করেননি। এর কারণ হলো দেশে আজ জনমুখী রাজনীতি নেই। রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে। আবার সমাজের চিহ্নিত দুর্বৃত্তরাও আজ রাজনীতিতে ঠাঁই করে নিচ্ছে। তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তিনি বলেন, এ দেশের একজন ভিক্ষুক বাড়ি তৈরির জন্য জমানো ১০ হাজার টাকা মানুষের জন্য বিলিয়ে দিয়ে মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই দেশেই রাজনীতিবিদরা আমাদের চরমভাবে হতাশ করছেন। তবে তিনি কুষ্টিয়ায় করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপনে সরকারি দলের নেতাদের প্রশংসা করেন।

সর্বশেষ খবর