শিরোনাম
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

বিরলের দৃষ্টিনন্দন ধর্মপুর বনবিট

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

বিরলের দৃষ্টিনন্দন ধর্মপুর বনবিট

করোনায় মানুষের আনাগোনা কমে যাওয়ায় আপন মনে সেজেছে ধর্মপুর বনবিট। প্রকৃতির দৃষ্টিনন্দন নিরিবিলি গাছ-গাছালির এক মোহনীয় প্রকৃতির নয়নাভিরাম বনবিট। এই বনে একটি গাছে অনবরত পানি ঝরে। যা নিয়ে গবেষকরা গবেষণা শুরু করেছেন। ধর্মপুর বনবিট দর্শনাথী, পর্যটকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ। এই বনবিট হতে পারে সরকারের রাজস্ব আয়ের উৎস। শুধু দরকার পরিকল্পনা ও পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করা। সীমান্ত ঘেঁষা বিরলের ধর্মপুর বনবিটে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রায় ২৮০০ একর জমি নিয়ে গড়ে ওঠা এ বনে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালার সমারোহ। গাছের প্রাকৃতিক বৈচিত্র্য মনকে নাড়া দেবেই। আছে বিভিন্ন প্রজাতির পশুপাখি। শীত মৌসুমে পিকনিক করার জন্য জনসমাগম ঘটে এখানে। বিরলে স্থলবন্দর চালু প্রক্রিয়াধীন। জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিরল উপজেলার সীমান্ত ঘেঁষা ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে অবস্থিত এ বনবিট। ভ্রমণপিপাসুদের থাকার জন্য রয়েছে একটি ডাকবাংলো, যদিও এখন পর্যন্ত আধুনিকতার ছোঁয়া বঞ্চিত। ধর্মপুর ফরেস্ট বিটের ভিতরে নাম না জানা এক জাতের গাছ খুঁজে পেয়েছে উদ্ভিদ গবেষকরা। এ উদ্ভিদ নিয়ে চলছে গবেষণা কিন্তু এখনো এই উদ্ভিদের নাম জানাতে পারেননি তারা। তবে এই উদ্ভিদটি উষ্ণ অঞ্চলে থাকলে পরিবেশের তাপমাত্রা কমাতে পারে এবং ভারসাম্য রক্ষা করতে পারবে এমনটাই বললেন গবেষকরা। এই উদ্ভিদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল কমছে না। উদ্ভিদবিদরা এটাকে রেখেছেন পর্যবেক্ষণে। পর্যবেক্ষণে এসেছেন দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনসহ কয়েকজন।

গ্রামবাংলার মেঠো পথ বনবিটের বিভিন্ন গাছগাছালির ভিতর দিয়ে চলে গেছে। পথের দুই ধারে বিভিন্ন গাছের সমারোহ। চোখে পড়বে পথের দুই ধারে সারি সারি শাল গাছ। শাল গাছের দুই পাশে আবার আকাশমণি গাছের সারি। দিনাজপুর জেলা শহর থেকে বাস, মাইক্রোবাস, টেম্পো ও অটোরিকশায় আধা ঘণ্টায় এখানে পৌঁছা যায়। পাকা রাস্তার দুই ধারে সারি সারি শাল গাছ নজর কাড়ে সবার। শাল বনের ভিতরে গড়ে ওঠা আগর ও বাঁশ-বেত বাগান সবার কাছে দর্শনীয়। বনের গভীরে যেতে চোখে পড়বে আকাশমণি, মিনজুরি, ইউক্লিপ্টাসসহ নানা প্রজাতির বনজ ও ঔষধি গাছের সমারোহ। যেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ধর্মপুর বনবিটে ২৫ প্রজাতির অধিক গাছ রয়েছে।

সর্বশেষ খবর