বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কামরুল ইসলাম এমপির ফোনালাপ রেকর্ড প্রচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামের ফোনালাপ রেকর্ড ও তা চাঁদাবাজি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি হলেন আলী আহমেদ।

সোমবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) নাজমুল হক জানান, ১০ সেপ্টেম্বর রাত ৮টায় সাবেক খাদ্যমন্ত্রী তার সংসদীয় এলাকার ইউসুফ ও আলী আহমেদের মধ্যে ডিশ ব্যবসার দেনা-পাওনা নিয়ে বিবাদীয় বিষয় মীমাংসার উদ্দেশ্যে আলী আহমেদকে ফোন করে পাওনা টাকা প্রদান করে বিষয়টি নিষ্পত্তির কথা বলেন। কিন্তু আলী আহমেদ সেই ফোনালাপ রেকর্ড করে আলাপের অংশবিশেষ এমপি কামরুল ইসলামের চাঁদাবাজি বলে ড. কনক সারোয়ারের সঙ্গে যোগসাজশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দেয়। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানায় আলী আহমেদ ও ড. কনক সারোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

সর্বশেষ খবর