নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, করোনায় বিএনপির ত্রাণ তৎপরতা মানবিক উদাহরণ তৈরি করেছে। মানুষের পাশে দাঁড়ানো বিএনপির অন্যতম নীতি আদর্শ। বিএনপি মানুষের কথা ভাবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলার শিকার। মামলা-হামলা মাথায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতা-কর্মীরা করোনাকালে জেলার অসহায়, দরিদ্র ও বেকার হয়ে পড়া মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেছে । কভিড-১৯ শুরু থেকে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরিব ও হতদরিদ্র ৭ হাজার ৪০০ পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা প্রদান করেছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য হটলাইন স্থাপনের মাধ্যমে ৩০০ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। জেলা বিএনপির পক্ষ থেকে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা নিয়ে আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা চোখে পড়ার মতো নয়।
করোনাকালে আমরা যতটুকু সাহায্য-সহযোগিতা করেছি আওয়ামী লীগ তা করেনি। তারা যতটুকু ত্রাণ সহায়তা দিয়েছে, বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছে তার থেকে অনেক বেশি। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের দলীয় কর্মকান্ড পরিচালিত হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        