রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনায় পাহাড়বাসীর সঙ্গে ছিল জাতীয় পার্টি

-হারুনুর রশিদ মাতব্বর

করোনায় পাহাড়বাসীর সঙ্গে ছিল জাতীয় পার্টি

রাঙামাটি জাতীয় পার্টির সভাপতি মো. হারুনুর রশিদ মাতব্বর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা মহামারীর সংকটে পাহাড় বাসিন্দাদের বন্ধুর পরিচয় দিয়েছে জাতীয় পার্টি। নিজেদের স্বার্থ না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। পার্টির উদ্যোগে রাঙামাটির দরিদ্র, জনগোষ্ঠীদের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা হয়েছে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, গ্লাভস। এলাকায় জনসচেতনতার কাজ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। করোনার মহামারীতে দলের চেয়ে বড় ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে সহায়তা নিয়ে দরিদ্র খেটে খাওয়া পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছি। শুধু রাঙামাটি শহর নয়, উপজেলাগুলোতেও পার্টির নেতারা বেশ সক্রিয়। যার যার অবস্থান থেকে করোনা সংকটে মানুষের পাশে ছিল। তিনি আরও বলেন, রাঙামাটি জাতীয় পাটি নানা জঠিলতা কাটিয়ে এখন বেশ শক্তিশালী। বেশ কিছু কমিটিও গঠন করা হয়েছে। করোনার জন্য দলেরও কার্যক্রম স্থবির ছিল। কারণ দলের কাজের চেয়ে মানুষের কল্যাণে পার্টি কাজ করেছে। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। আশা করি, তাই দ্রুত দলীয় কার্যক্রম আবারও চাঙ্গা হয়ে উঠবে।

সর্বশেষ খবর