রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘরে বসে অনলাইনে সমন্বিত ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় পরিষদের নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় পরিষদ আয়োজিত ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হারুন-অর-রশিদ গত রাতে প্রতিবেদককে এ তথ্য জানান।

বৈঠক সূত্র জানায়, সফটওয়্যারের (প্রক্টরড রিমোট এক্সাম সিস্টেম) মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে একটি রূপরেখা প্রদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে উপাচার্যরা এ সফটওয়্যারের ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বৈঠকে অংশ নেন। বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিষদের এ বৈঠক চলে। উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর গত রাতে প্রতিবেদককে বলেন, ‘প্রক্টরড রিমোট এক্সাম সিস্টেম’ ব্যবহার করে শুধু একটি ডিজিটাল ডিভাইস (ক্যামেরা সংবলিত) ব্যবহার করে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর জন্য অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যম হলেই চলবে। ভর্তি পরীক্ষার সময় ডিজিটাল ডিভাইসটি মাত্র দুই ফিট দূরে রাখতে হবে। এতেই ভর্তিচ্ছুকে মনিটর করবে সফটওয়্যারটি। প্রক্সি বা বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না শিক্ষার্থীদের। জানা গেছে, সফটওয়্যার ব্যবহার করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় পরিষদের নেতারা শিগগিরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সফটওয়্যারটি চূড়ান্ত করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আইটি সম্পর্কিত শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষের পরীক্ষা নিয়ে এ সফটওয়্যারের পাইলটিং করবে। আগামী ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সব বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে অনলাইনে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মেধা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ছাত্র-ছাত্রীরা।

সর্বশেষ খবর