বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাধ্যমতো কর্মহীন অসহায় মানুষের পাশে ছিলাম

--- গোলাম হায়দার বিএসসি

সাধ্যমতো কর্মহীন অসহায় মানুষের পাশে ছিলাম

নোয়াখালী জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড বন্ধ থাকলেও এ সময় কর্মহীন মানুষের পাশে ছিলাম। দলীয় নেতা-কর্মীরা সাধ্যমতো মানুষের পাশে ছিলেন। তবে করোনাকালে সম্মেলন করা হয়নি। অন্যদিকে ভার্চুয়ালের মাধ্যমে জেলা বিএনপির দুটি সাধারণ সভাসহ ৩৪টি মিটিং করেছি। তিনি বলেন, সার্বিক রাজনীতি স্বাভাবিক হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মাঠে নামব। তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে এবং দুর্নীতি গ্রাস করেছে। একসময় জনগণ ক্ষোভে রাস্তায় নেমে পড়বে। আইনশৃঙ্খলাও স্বাভাবিক নয় বলে তিনি দাবি করেন। গোলাম হায়দার বিএসসি বলেন, বিএনপি অনেক শক্তিশালী। পুলিশের ভয়ে রাস্তায় নামতে পারে না। পুলিশ বাধা না দিলে হাজার হাজার মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ীর কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ বলে তিনি স্বীকার করেন।

সর্বশেষ খবর