বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত ছিল

--- মোল্লা হাবিবুর রাছুল মামুন

জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত ছিল

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন বলেছেন, করোনা মহামারী বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও জনগণকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এ অবস্থা নিরসনে প্রাথমিক পর্যায়ে আমাদের সরকারের পিছুটান থাকলেও পরে কার্যকর অনেক পদক্ষেপ গ্রহণ করে। তবে এ সংকটকালে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার হলেও ক্ষমতাসীন দল সে উদ্যোগ নেয়নি। লকডাউন পরিস্থিতিতে দিনে এনেদিনে খায় মানুষ চরম আর্থিক ও খাদ্য সংকটে পতিত হয়। সরকার এ বিষয়ে অনেক পদক্ষেপ গ্রহণ করলেও তালিকা তৈরি ও বণ্টন পদ্ধতিতে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে যথাযথভাবে অসহায় মানুষের দোরগোড়ায় তা পৌঁছেনি। লকডাউন চলাকালে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী মানুষকে সচেতনতামূলক পরামর্শ প্রদান, মাস্ক বিতরণ ও খাদ্য সহায়তার উদ্যোগ গ্রহণ করে। বিএনপিও কিছুটা বিলম্বে একই রকম কার্যক্রম করে। করোনা মহামারীর কারণে আমাদের দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে আমি মনে করি, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে ঢালাওভাবে বেসরকারি না করে মানুষের জীবন রক্ষার স্বার্থে সরকারের হাতে রাখা উচিত।

সর্বশেষ খবর