শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

৯ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার এবং জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর থেকে বুধবার রাতে দুটি বড় লকার ও ছয়টি কাচের কৌটায় সংরক্ষিত সাপের বিষ উদ্ধার এবং মামুন তালুকদার ও মো. মামুন নামে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি।

রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, বাংলাদেশে সাপের বিষ কেনাবেচার বৈধতা নেই। তবে এর বৈশ্বিক মার্কেট রয়েছে। মূলত সাপের বিষ পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গত ১৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসন থেকে সাপের বিষ কেনাবেচা ও পাচারকারী একটি চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার তদন্তে আরও কয়েকটি চক্রের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সাপের বিষ পাচারকারী চক্রের মূলহোতা মামুনসহ দুজনকে গ্রেফতার করা হয়। সিআইডি কর্মকর্তা আরও বলেন, দেশের বাইরে থেকে এ সাপের বিষ বাংলাদেশে এসেছে। দুই-তিন হাত ঘুরে হয়তো এই চক্রের মাধ্যমে দেশের বাইরে পাচার হতো। সাপের বিষ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে এটি ব্যবহারের বৈধতা নেই। যে কারণে এটি বাংলাদেশে ব্যবহারের সুযোগও নেই। এটি কোন দেশ থেকে আনা হয়েছে তা আমরা নিশ্চিত নই। তবে এটি এলসির মাধ্যমে আনা হয়নি। জব্দ করা বিষের কনটেইনারগুলোতে লেখা দেখা গেছে ‘মেড ইন ফ্রান্স’। পুরো তদন্ত শেষ হলে স্পষ্ট হবে কে বা কারা কোন জায়গা থেকে আমদানির পর এটি পাচার করছিল। ইতিমধ্যে কয়েকটি চালান বাংলাদেশ থেকে পাচার হওয়ার তথ্য পেয়েছে সিআইডি।

সর্বশেষ খবর