রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ

২৪ ঘণ্টায় শনাক্ত ১৯০৮, মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক

মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ

করোনা মহামারীর ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে (২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) মৃত্যু বেড়েছে ২৯ দশমিক ৯৪ শতাংশ। ৪৭তম সপ্তাহে মারা গিয়েছিলেন ১৭৭ জন। গত সপ্তাহে মারা গেছেন ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৫৮০ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জনের দেহে। এই সময়ে ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ১৩ দশমিক ৬২ শতাংশ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২০৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৮ জন ছিলেন পুরুষ ও আটজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২৩ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১০ জন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব, একজনের বয়স ২১ থেকে ৩০ বছর ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ৩০ জন ঢাকা, তিনজন খুলনা এবং একজন করে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর