মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু ছাড়াল ৭ হাজার ৩০০

এক দিনে মৃত্যু ৩২, আক্রান্ত ১৪৭০ জন

নিজস্ব প্রতিবেদক

মৃত্যু ছাড়াল ৭ হাজার ৩০০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৩০০ জন। এর মধ্যে সোমবার মারা গেছেন আরও ৩২ জন। গত ২৪ ঘণ্টার এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩১২ জনে। গত এক দিনে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। গতকাল করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল ও সিলেট বিভাগের ৩ জন করে, আর রাজশাহী, খুলনা ও রংপুরের ১ জন করে বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ও ১ জন করে মোট ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০, ২১ থেকে ৩০ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে।

অধিদফতর জানায়, বর্তমানে ১১৩টি আরটি-পিসিআর, ১৮টি জিন-এক্সপার্ট ও ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৬০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায়             নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৪০৯টি। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৬৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৪ লাখ ৬১ হাজার ৫৯৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৫৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর