শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিপুল বিজয় হবে : দুলু

নাটোর প্রতিনিধি

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিপুল বিজয় হবে : দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মতো বিএনপি সমর্থিত প্রার্থীদের বিপুল বিজয় হবে। সরকার ও নির্বাচন কমিশন চুরি ডাকাতি ছিনতাই করে বিএনপির বিজয় ছিনিয়ে নিচ্ছে। গতকাল  বেলা ১১টায় আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিজয়ী ৮ জনকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা  বলেন। এর আগে একই স্থানে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম কামাল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু কামাল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি। আইনজীবীরাই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। তবেই কামাল হোসেনের মতো সারা দেশে যারা এই সরকারের নির্যাতনে তিলে তিলে নিঃশেষ হয়ে মৃত্যুবরণ করেছে তাদের আত্মা শান্তি পাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক আবদুল গফুর, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ও বিএনপি নেতা নজরুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর