ফরিদপুরের সালথা উপজেলায় ৫ এপ্রিলের সন্ত্রাসী তান্ডবের পর উপজেলা শহর ও সংলগ্ন বিভিন্ন হাটবাজার এখনো বন্ধ রয়েছে। দিনের বেলা কিছু লোক এলাকায় দেখা গেলেও সন্ধ্যার পর থেকে গ্রেফতার আতঙ্কে রাতের বেলা পুরুষরা অনেকেই বিভিন্ন স্থানে লুকিয়ে থাকছেন। সহিংসতার পর সালথা উপজেলার সালথা, সোনাপুর, রামকান্তপুর, গট্রি, ভাওয়াল, মাঝারদিয়াসহ কয়েকটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের পুরুষরা এলাকাছাড়া। গতকাল সকালে সরেজমিন সোনাপুর, রামকান্তপুর ইউনিয়নে গিয়ে বিভিন্ন গ্রামে কোনো পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়ির মহিলারা ভয়ে মুখ খোলেন না। তাদের চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ। এলাকা পুরুষশূন্য থাকায় মাঠের ফসল নষ্ট হওয়ার পথে। এলাকাজুড়ে পুলিশ, ডিবি, বিজিবি টহল দিচ্ছে। এদিকে ৫ এপ্রিলের ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলা হয়েছে পাঁচটি। এসব মামলায় ২৬১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। গতকাল দুপুর পর্যন্ত আটক করা হয়েছে ৫১ জনকে। নিরীহদের পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন যে চারটি মামলা হয়েছে তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় এ মামলা। এতে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেন ইউএনওর গাড়িচালক মো. হাশমত আলী। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস করেছেন একটি মামলা। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরেকটি মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানার গাড়িচালক মো. সাগর সিকদার। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার সালথা থানার এসআই (উপ-পরিদর্শক) মিজানুর রহমান বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি দেখিয়ে থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথম মামলাটি করেন। উল্লেখ্য, লকডাউন না মানাকে কেন্দ্র করে ৫ এপ্রিল বিকালে সালথার ফুকরা বাজারে উত্তেজনা সৃষ্টি হয় এসি ল্যান্ডের সঙ্গে থাকা সদস্যদের সঙ্গে স্থানীয়দের। এর পরই বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ সালথা উপজেলা পরিষদ, এসি ল্যান্ড অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ