ফরিদপুরের সালথা উপজেলায় ৫ এপ্রিলের সন্ত্রাসী তান্ডবের পর উপজেলা শহর ও সংলগ্ন বিভিন্ন হাটবাজার এখনো বন্ধ রয়েছে। দিনের বেলা কিছু লোক এলাকায় দেখা গেলেও সন্ধ্যার পর থেকে গ্রেফতার আতঙ্কে রাতের বেলা পুরুষরা অনেকেই বিভিন্ন স্থানে লুকিয়ে থাকছেন। সহিংসতার পর সালথা উপজেলার সালথা, সোনাপুর, রামকান্তপুর, গট্রি, ভাওয়াল, মাঝারদিয়াসহ কয়েকটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের পুরুষরা এলাকাছাড়া। গতকাল সকালে সরেজমিন সোনাপুর, রামকান্তপুর ইউনিয়নে গিয়ে বিভিন্ন গ্রামে কোনো পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়ির মহিলারা ভয়ে মুখ খোলেন না। তাদের চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ। এলাকা পুরুষশূন্য থাকায় মাঠের ফসল নষ্ট হওয়ার পথে। এলাকাজুড়ে পুলিশ, ডিবি, বিজিবি টহল দিচ্ছে। এদিকে ৫ এপ্রিলের ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলা হয়েছে পাঁচটি। এসব মামলায় ২৬১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। গতকাল দুপুর পর্যন্ত আটক করা হয়েছে ৫১ জনকে। নিরীহদের পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন যে চারটি মামলা হয়েছে তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় এ মামলা। এতে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেন ইউএনওর গাড়িচালক মো. হাশমত আলী। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস করেছেন একটি মামলা। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরেকটি মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানার গাড়িচালক মো. সাগর সিকদার। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার সালথা থানার এসআই (উপ-পরিদর্শক) মিজানুর রহমান বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি দেখিয়ে থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথম মামলাটি করেন। উল্লেখ্য, লকডাউন না মানাকে কেন্দ্র করে ৫ এপ্রিল বিকালে সালথার ফুকরা বাজারে উত্তেজনা সৃষ্টি হয় এসি ল্যান্ডের সঙ্গে থাকা সদস্যদের সঙ্গে স্থানীয়দের। এর পরই বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ সালথা উপজেলা পরিষদ, এসি ল্যান্ড অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
সালথায় তান্ডব
পাঁচ মামলায় আসামি ১৭ হাজার, পুরুষশূন্য ৩০ গ্রাম
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর