ফরিদপুরের সালথা উপজেলায় ৫ এপ্রিলের সন্ত্রাসী তান্ডবের পর উপজেলা শহর ও সংলগ্ন বিভিন্ন হাটবাজার এখনো বন্ধ রয়েছে। দিনের বেলা কিছু লোক এলাকায় দেখা গেলেও সন্ধ্যার পর থেকে গ্রেফতার আতঙ্কে রাতের বেলা পুরুষরা অনেকেই বিভিন্ন স্থানে লুকিয়ে থাকছেন। সহিংসতার পর সালথা উপজেলার সালথা, সোনাপুর, রামকান্তপুর, গট্রি, ভাওয়াল, মাঝারদিয়াসহ কয়েকটি ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের পুরুষরা এলাকাছাড়া। গতকাল সকালে সরেজমিন সোনাপুর, রামকান্তপুর ইউনিয়নে গিয়ে বিভিন্ন গ্রামে কোনো পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়ির মহিলারা ভয়ে মুখ খোলেন না। তাদের চোখেমুখে রয়েছে আতঙ্কের ছাপ। এলাকা পুরুষশূন্য থাকায় মাঠের ফসল নষ্ট হওয়ার পথে। এলাকাজুড়ে পুলিশ, ডিবি, বিজিবি টহল দিচ্ছে। এদিকে ৫ এপ্রিলের ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলা হয়েছে পাঁচটি। এসব মামলায় ২৬১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। গতকাল দুপুর পর্যন্ত আটক করা হয়েছে ৫১ জনকে। নিরীহদের পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন যে চারটি মামলা হয়েছে তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় এ মামলা। এতে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেন ইউএনওর গাড়িচালক মো. হাশমত আলী। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস করেছেন একটি মামলা। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরেকটি মামলাটি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানার গাড়িচালক মো. সাগর সিকদার। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে বুধবার সালথা থানার এসআই (উপ-পরিদর্শক) মিজানুর রহমান বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪ হাজার ব্যক্তিকে আসামি দেখিয়ে থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথম মামলাটি করেন। উল্লেখ্য, লকডাউন না মানাকে কেন্দ্র করে ৫ এপ্রিল বিকালে সালথার ফুকরা বাজারে উত্তেজনা সৃষ্টি হয় এসি ল্যান্ডের সঙ্গে থাকা সদস্যদের সঙ্গে স্থানীয়দের। এর পরই বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ সালথা উপজেলা পরিষদ, এসি ল্যান্ড অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
সালথায় তান্ডব
পাঁচ মামলায় আসামি ১৭ হাজার, পুরুষশূন্য ৩০ গ্রাম
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর