মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনেও চাঙা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

কঠোর নিষেধাজ্ঞার লকডাউনেও দেশের শেয়ারবাজার চাঙা। প্রতি কার্যদিবসেই মূল্যসূচকের সঙ্গে বাড়ছে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাত্র আড়াই ঘণ্টায় ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে উঠেছে। লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির ১০৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭০ লাখ টাকা। ৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৭ পয়েন্ট।   

লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর