গরিবের পলেস্টার কাপড়ে ৬ শতাংশ হারে ভ্যাট আরোপ অযৌক্তিক দাবি করে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তা বাতিলের দাবি জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। তার মতে, কৃত্রিম আঁশের তৈরি সুতায় প্রস্তুত হওয়া কাপড় দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বেশি ব্যবহার করেন। তিনি বলেন, শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে একই হারে শুল্কায়ন করা হোক। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে, মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার দাবি করছি। কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। বাজেটে বস্ত্রশিল্প মালিকদের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, যে কোনো ফাইবার দ্বারা তৈরি সব প্রকার সুতার ওপর কটন সুতার মতোই ৩ টাকা ভ্যাট আরোপ ও কৃত্রিম আঁশের তৈরি ফেব্রিকের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হোক। কারণ, বর্তমানে সুতা তৈরির জন্য বিভিন্ন রকম ফাইবার ব্যবহার হয়। আবার ক্রেতারাও অনেক ক্ষেত্রে তাদের পোশাকে কোন ধরনের সুতা ব্যবহার হবে, তাও নির্ধারণ করে দেন। তাই সব প্রকার সুতার ভ্যাট একই হওয়া প্রয়োজন। তিনি বলেন, রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে উৎসে আয়কর কর্তনের হার পুনরায় দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হোক। বস্ত্র মিলগুলো রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে সুতা ও কাপড় সরবরাহ করছে। এতে আমদানি ব্যয় কমে গেছে। যদিও আমাদের মিলগুলো আমদানি পরিপূরক শিল্প হিসেবে বিবেচিত। করোনার আগ থেকেই সামগ্রিকভাবে পোশাক ও বস্ত্রশিল্প প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে বাজেটে রপ্তানি মূল্যের ওপর যে উৎস কর কর্তনের হার আগের মতোই দশমিক ২৫ শতাংশ পুনর্বহাল করা প্রয়োজন। মোহাম্মদ আলী খোকন দেশে শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে একই হারে শুল্কায়নের প্রস্তাব করেন। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার সুপারিশ করেন তিনি। এ ছাড়া কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা করার দাবি জানান তিনি।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা