গরিবের পলেস্টার কাপড়ে ৬ শতাংশ হারে ভ্যাট আরোপ অযৌক্তিক দাবি করে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তা বাতিলের দাবি জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। তার মতে, কৃত্রিম আঁশের তৈরি সুতায় প্রস্তুত হওয়া কাপড় দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বেশি ব্যবহার করেন। তিনি বলেন, শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে একই হারে শুল্কায়ন করা হোক। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে, মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার দাবি করছি। কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। বাজেটে বস্ত্রশিল্প মালিকদের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, যে কোনো ফাইবার দ্বারা তৈরি সব প্রকার সুতার ওপর কটন সুতার মতোই ৩ টাকা ভ্যাট আরোপ ও কৃত্রিম আঁশের তৈরি ফেব্রিকের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হোক। কারণ, বর্তমানে সুতা তৈরির জন্য বিভিন্ন রকম ফাইবার ব্যবহার হয়। আবার ক্রেতারাও অনেক ক্ষেত্রে তাদের পোশাকে কোন ধরনের সুতা ব্যবহার হবে, তাও নির্ধারণ করে দেন। তাই সব প্রকার সুতার ভ্যাট একই হওয়া প্রয়োজন। তিনি বলেন, রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে উৎসে আয়কর কর্তনের হার পুনরায় দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হোক। বস্ত্র মিলগুলো রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে সুতা ও কাপড় সরবরাহ করছে। এতে আমদানি ব্যয় কমে গেছে। যদিও আমাদের মিলগুলো আমদানি পরিপূরক শিল্প হিসেবে বিবেচিত। করোনার আগ থেকেই সামগ্রিকভাবে পোশাক ও বস্ত্রশিল্প প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে বাজেটে রপ্তানি মূল্যের ওপর যে উৎস কর কর্তনের হার আগের মতোই দশমিক ২৫ শতাংশ পুনর্বহাল করা প্রয়োজন। মোহাম্মদ আলী খোকন দেশে শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে একই হারে শুল্কায়নের প্রস্তাব করেন। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার সুপারিশ করেন তিনি। এ ছাড়া কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা করার দাবি জানান তিনি।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
গরিবের পলেস্টার কাপড়ে ৬% ভ্যাট অযৌক্তিক
মোহাম্মদ আলী খোকন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর