গরিবের পলেস্টার কাপড়ে ৬ শতাংশ হারে ভ্যাট আরোপ অযৌক্তিক দাবি করে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তা বাতিলের দাবি জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। তার মতে, কৃত্রিম আঁশের তৈরি সুতায় প্রস্তুত হওয়া কাপড় দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বেশি ব্যবহার করেন। তিনি বলেন, শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে একই হারে শুল্কায়ন করা হোক। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে, মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার দাবি করছি। কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। বাজেটে বস্ত্রশিল্প মালিকদের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, যে কোনো ফাইবার দ্বারা তৈরি সব প্রকার সুতার ওপর কটন সুতার মতোই ৩ টাকা ভ্যাট আরোপ ও কৃত্রিম আঁশের তৈরি ফেব্রিকের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হোক। কারণ, বর্তমানে সুতা তৈরির জন্য বিভিন্ন রকম ফাইবার ব্যবহার হয়। আবার ক্রেতারাও অনেক ক্ষেত্রে তাদের পোশাকে কোন ধরনের সুতা ব্যবহার হবে, তাও নির্ধারণ করে দেন। তাই সব প্রকার সুতার ভ্যাট একই হওয়া প্রয়োজন। তিনি বলেন, রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে উৎসে আয়কর কর্তনের হার পুনরায় দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হোক। বস্ত্র মিলগুলো রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে সুতা ও কাপড় সরবরাহ করছে। এতে আমদানি ব্যয় কমে গেছে। যদিও আমাদের মিলগুলো আমদানি পরিপূরক শিল্প হিসেবে বিবেচিত। করোনার আগ থেকেই সামগ্রিকভাবে পোশাক ও বস্ত্রশিল্প প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে বাজেটে রপ্তানি মূল্যের ওপর যে উৎস কর কর্তনের হার আগের মতোই দশমিক ২৫ শতাংশ পুনর্বহাল করা প্রয়োজন। মোহাম্মদ আলী খোকন দেশে শিল্পায়নের স্বার্থে সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে একই হারে শুল্কায়নের প্রস্তাব করেন। দেশি শিল্পের সুরক্ষায় বিদেশি কাপড়ের শুল্কায়ন ওজনের ভিত্তিতে না করে মিটারভিত্তিক পরিমাপের ভিত্তিতে করার সুপারিশ করেন তিনি। এ ছাড়া কাপড় তৈরির কাঁচামাল কৃত্রিম আঁশ আমদানির ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন ৬ টাকার পরিবর্তে ২ টাকা করার দাবি জানান তিনি।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
গরিবের পলেস্টার কাপড়ে ৬% ভ্যাট অযৌক্তিক
মোহাম্মদ আলী খোকন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর