শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সপ্তাহজুড়েই উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়েই উত্থান শেয়ারবাজারে

সপ্তাহজুড়েই উত্থানে ছিল শেয়ারবাজার। লেনদেনের পাঁচ দিনের দুই দিন কমলেও তিন দিন সূচক বেড়েছে বেশি। শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। তিন দিনে সূচক বেড়েছে ১২০ পয়েন্ট। দরপতনের দুই দিনে কমেছে ৭৬ পয়েন্ট। ডিএসইতে শেষ দিনে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫৪৭৯ পয়েন্টে উঠে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৫২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ১২৮টির এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। প্রধান মূল্যসূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩২ কোটি ৫৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিডেটের শেয়ার। কোম্পানিটির ১৫৫ কোটি ৬২ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৪৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৮টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর