মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

উত্থান শেয়ারবাজারে লেনদেন দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

উত্থান শেয়ারবাজারে লেনদেন দেড় হাজার কোটি টাকা

ঈদের আগের ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা দেখা গেছে ঈদের পরও। ছুটির পর প্রথম দিনের লেনদেনের মতো দ্বিতীয় দিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকার বেশি। বছরের গোড়ায় ২৫ জানুয়ারি লেনদেন ছাড়িয়েছিল দেড় হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকা। আগের দিন রবিবার লেনদেন হয় ১ হাজার ৪১৮  কোটি ৩৬ লাখ টাকা। এ নিয়ে টানা ১১ দিন ডিএসইতে দৈনিক হাজার কোটি টাকার ওপরে লেনদেন হলো। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত থাকে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৬৩ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার  লেনদেনের    মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার। দেশের অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  বেড়েছে ৭৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম  বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির এবং ২৯টির দাম  অপরিবর্তিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর