শোকার্ত সতীর্থ, সুহৃদ ও গুণগ্রাহীদের চোখের জলে ভাসিয়ে গতকাল সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে স্বৈরাচারবিরোধী জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালনকারী কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কোলন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে কয়েকদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। তাঁর মৃত্যুতে শিল্প-সংস্কৃতি-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালের হিমাগার থেকে তাঁর প্রিয় কর্মস্থল বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর লাশ। একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় তাঁর শেষ শ্রদ্ধানুষ্ঠান হয়। সেখানে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে হয় দ্বিতীয় ও শেষ জানাজা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী হাবীবুল্লাহ সিরাজী পেশায় প্রকৌশলী হলেও দেশব্যাপী তিনি পরিচিতি পান একজন সফল কবি হিসেবে। ষাটের দশকের অন্যতম কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০১৬ সালে একুশে পদক, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হাবীবুল্লাহ সিরাজী। তাঁর ২৫টির বেশি কাব্যগ্রন্থ রয়েছে। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে তাঁর লাশে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের পক্ষে অসীম কুমার উকিল এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. বদরুল আরেফীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, চলচ্চিত্রজন জাঁ নেসার ওসমান, কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলা একাডেমির পক্ষে সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান, স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আফজাল বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদ, কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে রাইটার্স ক্লাব, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ প্রভৃতি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন