শোকার্ত সতীর্থ, সুহৃদ ও গুণগ্রাহীদের চোখের জলে ভাসিয়ে গতকাল সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে স্বৈরাচারবিরোধী জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালনকারী কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কোলন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে কয়েকদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। তাঁর মৃত্যুতে শিল্প-সংস্কৃতি-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালের হিমাগার থেকে তাঁর প্রিয় কর্মস্থল বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর লাশ। একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় তাঁর শেষ শ্রদ্ধানুষ্ঠান হয়। সেখানে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে হয় দ্বিতীয় ও শেষ জানাজা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী হাবীবুল্লাহ সিরাজী পেশায় প্রকৌশলী হলেও দেশব্যাপী তিনি পরিচিতি পান একজন সফল কবি হিসেবে। ষাটের দশকের অন্যতম কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০১৬ সালে একুশে পদক, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হাবীবুল্লাহ সিরাজী। তাঁর ২৫টির বেশি কাব্যগ্রন্থ রয়েছে। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে তাঁর লাশে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের পক্ষে অসীম কুমার উকিল এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব মো. বদরুল আরেফীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, চলচ্চিত্রজন জাঁ নেসার ওসমান, কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলা একাডেমির পক্ষে সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান, স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আফজাল বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদ, কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে রাইটার্স ক্লাব, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ প্রভৃতি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
চিরনিদ্রায় শায়িত কবি হাবীবুল্লাহ সিরাজী
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর