রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম দিনাজপুরে দুই চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও দিনাজপুর প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে পরে বিভিন্ন জটিলতায় ভুগে চট্টগ্রামে আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম গোলাম মর্তুজা হারুন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২১ জন চিকিৎসক মারা গেলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। গোলাম মর্তুজা হারুনের বাড়ি সিলেটে। তিনি চট্টগ্রাাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামেই তিনি তার কর্মজীবন শুরু করেন। নগরীর শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টা-লীর সদস্য ছিলেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরে মোরশেদুল আলম চৌধুরী নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

গতকাল ভোর ৫টার দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোরশেদুল আলম চৌধুরী (৩৯) দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি গ্রামের বাসিন্দা এবং বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) পদে কর্মরত ছিলেন। সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস জানান, গত ৩ মে চিকিৎসক মোরশেদুল আলমের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়। ৪ মে থেকে তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। গতকালই গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

সর্বশেষ খবর