সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
পদ্মা সেতুতে ফেরির

ধাক্কা মাস্টার-সুকানির অসতর্কতায় তদন্ত প্রতিবেদন

প্রতিদিন ডেস্ক

মাস্টার ও সুকানির ‘অসতর্কতার কারণেই’ ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেয়েছে বলে মনে করছে বিআইডব্লিউটিসির চার সদস্যের তদন্ত কমিটি। খবর : বিডি নিউজ।

দুর্ঘটনার জন্য ফেরির মাস্টার আবদুুর রহমান খান এবং সুকানি সাইফুল ইসলামকে দায়ী করে কমিটি গতকাল  তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিআইডব্লিউটিসির  চেয়ারম্যানের কাছে। তদন্ত কমিটির আহ্বায়ক বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর পিলারে ধাক্কা  লেগেছে চালকের অসতর্কতায়। এখানে মাস্টার ও সুকানি দায়ী।’ তিনি আরও বলেন, ‘ স্রোতের অনুকূলে কম গতিতে চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে  ফেললে ফেরিটি সেতুর পিলারে ধাক্কা দেয়।’ উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা খায়। তাতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে যায়। ফেরিতে থাকা ৩৩টি যানবাহন একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। ফেরির প্রায় ২ হাজার যাত্রীর অনেকেই আছড়ে পড়েন, তাদের অন্তত ২০ জন আহত হন। তবে এই দুর্ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি বলে  সেদিন জানিয়েছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

সর্বশেষ খবর