বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

চিকিৎসায় উন্নত প্রযুক্তির অভাব প্রকট

-ডা. রশিদ-ই-মাহবুব

চিকিৎসায় উন্নত প্রযুক্তির অভাব প্রকট

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ডা. রশিদ-ই-মাহবুব বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ব্যবহারের সুবিধা নেই। ক্যান্সার, লিভারসহ বেশ কিছু রোগের চিকিৎসায় প্রযুক্তির অভাব প্রকট। তবে কিছু মানুষ আছে যারা সাধারণ চিকিৎসার জন্যও যায়। উচ্চবিত্তরা সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড যান। মধ্যবিত্তরা ভারতে যান চিকিৎসার জন্য।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের চার হাজার সীমান্তের মধ্যে আড়াই হাজার সীমান্ত ভারতের পশ্চিম বাংলার সঙ্গে সংযুক্ত। তাই  সীমান্ত এলাকার মানুষের ঢাকায় আসার চেয়ে কলকাতায় যাওয়া সহজ এবং খরচও স্বল্প। দেশের বাইরে গেলে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়। ভারতের কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ের বেশ কিছু বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা বিশ্বমানের। আমাদের দেশে ঢাকা ছাড়া আর কোথাও চিকিৎসা নেই। ক্যান্সারের চিকিৎসার জন্য একজন রোগীকে ঢাকা যেতে হবে। জেলা কিংবা বিভাগীয় শহরে চিকিৎসার ব্যবস্থা নেই। বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা প্র্যাকটিস করেন। বেসরকারি খাতও সেভাবে বিকশিত হয়নি।

সর্বশেষ খবর