শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রে ২০ সেপ্টেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মডার্না এবং ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের আগামী ২০ সেপ্টেম্বর থেকে বুস্টার (তৃতীয়) ডোজ নিতে বলা হয়েছে। কারণ প্রথম ও দ্বিতীয় টিকার কার্যকর ভূমিকা আট মাসের বেশি থাকে।

এ বিষয়ে গত বুধবার প্রদত্ত এক বিবৃতিতে বাইডেনের স্বাস্থ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তারা উল্লেখ করেছেন, ডেল্টার আক্রমণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা আমেরিকায়। হাসপাতালে ভিড় বেড়েছে। কোনো কোনো স্থানে আইসিইউতে সিট ফুরিয়ে গেছে। টিকা গ্রহণকারীরাও সংক্রমিত হচ্ছেন। বিশেষ করে ডেল্টার মতো ভয়ংকর জীবাণু তছনছ করে দিয়েছে স্বাভাবিক জীবনে ফেরার পরিক্রমাকে। এ অবস্থায় বয়স্ক এবং নানা জটিল রোগে আক্রান্তদেরকে ডেল্টার সংক্রমণ থেকে রক্ষায় তৃতীয় ডোজ প্রদান অপরিহার্য হয়ে পড়েছে। তবে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ নেওয়া লোকজনকে তৃতীয় ডোজ নিতে হবে কিনা সেটি এখনো জানাতে পারেনি সিডিসি। জনসনের ব্যাপারে সিডিসি আরও পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

সর্বশেষ খবর