মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্ভরযোগ্য ব্যক্তিদের দিয়ে ইসি গড়তে হবে

মঞ্জুরুল ইসলাম আফেন্দী

নির্ভরযোগ্য ব্যক্তিদের দিয়ে ইসি গড়তে হবে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জনগণ এমন একটি নির্বাচন কমিশন চায় যে কমিশন গঠিত হবে সৎ, নিরপেক্ষ, সবার আস্থাভাজন, নির্ভরযোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের দিয়ে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গোটা নির্বাচন প্রক্রিয়াকে সবার কাছে গ্রহণযোগ্য ও নির্বাচনে সঠিকভাবে জনমত প্রতিফলিত হওয়া নিশ্চিত করা নির্বাচন কমিশনের প্রধানতম চ্যালেঞ্জ। সংগত কারণে সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে যত নিখুঁতভাবে সাজানো যায় ততই মঙ্গল। মাওলানা আফেন্দী বলেন, সমাজ ও রাষ্ট্রকে সর্বাঙ্গীণ সুন্দর করতে হলে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসেবা নিশ্চত করতে চাইলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে ভালো একটা নির্বাচন কমিশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি। সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধান হবে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করার বাধ্যবাধকতা আছে। প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। এতে নানাবিধ সমালোচনার সৃষ্টি হয়। তাই নিবন্ধিত সব রাজনৈতিক দল এবং এ বিষয়ে সিভিল সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে অলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর