কোরিয়ান সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে সেই দেশে যেতে পরিবার ছেড়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গায়িকা হতে তারা কোরিয়া যাওয়ার জন্য ঘর থেকে পালায় বলে পুলিশকে জানিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় মিরপুর-১০ নম্বরের একটি মহিলা হোস্টেল থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুই স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় শুক্রবার সকালে পল্লবী থানায় একটি জিডি করেন এক ছাত্রীর অভিভাবক। ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি ও অন্যজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার সকাল ৮টার দিকে পল্লবীর ১/৩ নম্বর সড়কের একটি বাসায় চিঠি লিখে রেখে তারা পালিয়ে যায়। গতকাল পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, দুই শিক্ষার্থীর পরিবার চাইতো তারা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলাফেরা করে, আর ভবিষ্যতে যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। কিন্তু তা তাদের পছন্দ নয়। তারা চাইতো স্বাধীন ও ‘ওয়েস্টার্ন কালচারে’ চলাফেরা করতে। অনলাইনে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি দেখে তারা কোরিয়ান ভাষা রপ্ত করেছিল। এক পর্যায়ে তারা এ সংস্কৃতির প্রতি বিশেষ দুর্বল হয়ে পড়ে। ওই দুই শিক্ষার্থী কোরিয়ান গায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। গায়িকা হওয়ার জন্য তারা কয়েক দফায় অনলাইনে কোরিয়ান গানের অডিশনেও অংশ নিয়েছে। তাতে কাজ না হওয়ায় সরাসরি গানের অডিশনে অংশ নিতে কোরিয়া যাওয়ার পরিকল্পনা করে তারা। পল্লবী থানার এসআই সজীব খান জানান, তারা ঘর ছেড়ে পালিয়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেয়, যাতে সেখান থেকে নির্বিঘ্নে পাসপোর্ট করতে পারে। সেজন্য তারা বাসা থেকে পালানোর সময় ওয়াসার বিল, কারেন্ট বিল, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকা সঙ্গে নিয়ে বের হয়।
শিরোনাম
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কোরিয়া যেতে পরিবার ছেড়ে দুই ছাত্রী হোস্টেলে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর