কোরিয়ান সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে সেই দেশে যেতে পরিবার ছেড়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গায়িকা হতে তারা কোরিয়া যাওয়ার জন্য ঘর থেকে পালায় বলে পুলিশকে জানিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় মিরপুর-১০ নম্বরের একটি মহিলা হোস্টেল থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুই স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় শুক্রবার সকালে পল্লবী থানায় একটি জিডি করেন এক ছাত্রীর অভিভাবক। ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি ও অন্যজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার সকাল ৮টার দিকে পল্লবীর ১/৩ নম্বর সড়কের একটি বাসায় চিঠি লিখে রেখে তারা পালিয়ে যায়। গতকাল পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, দুই শিক্ষার্থীর পরিবার চাইতো তারা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলাফেরা করে, আর ভবিষ্যতে যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। কিন্তু তা তাদের পছন্দ নয়। তারা চাইতো স্বাধীন ও ‘ওয়েস্টার্ন কালচারে’ চলাফেরা করতে। অনলাইনে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি দেখে তারা কোরিয়ান ভাষা রপ্ত করেছিল। এক পর্যায়ে তারা এ সংস্কৃতির প্রতি বিশেষ দুর্বল হয়ে পড়ে। ওই দুই শিক্ষার্থী কোরিয়ান গায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। গায়িকা হওয়ার জন্য তারা কয়েক দফায় অনলাইনে কোরিয়ান গানের অডিশনেও অংশ নিয়েছে। তাতে কাজ না হওয়ায় সরাসরি গানের অডিশনে অংশ নিতে কোরিয়া যাওয়ার পরিকল্পনা করে তারা। পল্লবী থানার এসআই সজীব খান জানান, তারা ঘর ছেড়ে পালিয়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেয়, যাতে সেখান থেকে নির্বিঘ্নে পাসপোর্ট করতে পারে। সেজন্য তারা বাসা থেকে পালানোর সময় ওয়াসার বিল, কারেন্ট বিল, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকা সঙ্গে নিয়ে বের হয়।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
কোরিয়া যেতে পরিবার ছেড়ে দুই ছাত্রী হোস্টেলে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর