মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ট্রাম্প এখন ভক্তদের কাছে ৪৫ ডলার করে চাচ্ছেন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ট্রাম্প এখন ভক্তদের কাছে ৪৫ ডলার করে চাচ্ছেন

২০২০ সালের নির্বাচনে প্রতারণার সমাধানকল্পে ট্রাম্প তার ভক্ত-সমর্থকদের কাছে ৪৫ ডলার করে চেয়েছেন। তিনি বলেছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল নিয়ে নগ্ন প্রতারণার নিষ্পত্তি না হলে সামনের বছরের মধ্যবর্তী এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট দানে বিরত থাকা হবে। গত ৯ অক্টোবর আইওয়া স্টেটের দেস মইন্স এলাকায় এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি ও প্রতারণার যে অভিযোগ করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে, তার কোনোটিই সত্য বলে প্রমাণিত হয়নি। এমনকি ট্রাম্পের রিপাবলিকান শাসিত অনেক স্টেটের বোর্ড অব ইলেকশনের প্রত্যয়নেও সুষ্ঠু নির্বাচনের জয়গান গাওয়া হয়েছে। ইউএস সুপ্রিম কোর্টসহ বেশ কটি স্টেটের আদালতে ট্রাম্পের দায়ের করা ভোট-প্রতারণা মামলাও ধোপে টেকেনি। এতদসত্ত্বেও ‘ভোট প্রতারণা’র অভিযোগ বারংবার করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আজগুবি অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের মধ্যে তার কট্টর সমর্থকদের কাছে চাঁদা আদায়ের বেশ কটি ঘটনা এর আগেও ঘটেছে। এবার সেই চাঁদা তোলার ঘটনায় যুক্ত হলো মাথাপিছু ৪৫ ডলার। এ নিয়ে নানা গুঞ্জন উঠেছে মার্কিন রাজনীতির ময়দানে।

সর্বশেষ খবর