সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অতিমূল্যায়ন নিয়ে সতর্ক থাকা উচিত

-ফারুক আহমেদ সিদ্দিকী

অতিমূল্যায়ন নিয়ে সতর্ক থাকা উচিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, শেয়ারবাজারের বর্তমান অবস্থান সঠিক আছে। তুলনামূলকভাবে স্বাভাবিক  গতিতেই বাজারে লেনদেন হচ্ছে। তবে কিছু ছোট কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত। এমন কিছু শেয়ারের দর সক্ষমতার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি। এটা নিয়ে সতর্ক থাকা উচিত। কোনো গোষ্ঠী বা ব্যক্তি ম্যানুপুলেশন করছে কি না তা খতিয়ে দেখা জরুরি। বাংলাদেশ প্রতিদিনকে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ছোট মূলধনী কোম্পানির শেয়ার নিয়ে নানা ধরনের কারসাজির ঘটনা ঘটে। এগুলো বাজারের কোয়ালিটি নষ্ট করে দেয়। বাংলাদেশের শেয়ারবাজারে এসব কোম্পানির কারসাজি একটি বড় সমস্যা। সার্বিকভাবে বলা যায়, বাজার সঠিক অবস্থানেই আছে। বড় মূলধনী কোম্পানির শেয়ারের দর স্বাভাবিক অবস্থানে। অনেক ক্ষেত্রে এসব কোম্পানির শেয়ার দর কম আছে। অর্থাৎ এখনো বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, মনে হচ্ছে, মাঝে মাঝে বাজারে কেউ সাপোর্ট দিচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে একদিন করা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এসব পদ্ধতি কাজে দেয় না বা ঝুঁকি তৈরি করে। তাই দরপতনের কারণে বাজারে বিশেষভাবে শেয়ার কিনে সাপোর্ট দিতে হবে এ চর্চা থেকে বের হয়ে আসতে হবে।

সর্বশেষ খবর