শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে কঠোরভাবে

-ডা. রশীদ ই মাহবুব

কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে কঠোরভাবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। দেশের বাইরে থেকে কোনো যাত্রীর মাধ্যমে যেন ওমিক্রন ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে সে জন্য বন্দরগুলোতে ব্যবস্থা নিতে হবে। বিদেশফেরত যাত্রীদের সঠিকভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে ভ্যারিয়েন্ট প্রবেশ ঠেকানো যাবে।

অধ্যাপক রশিদ ই মাহবুব বলেন, দেশে যখন করোনা সংক্রমণ শুরু হয় তখন প্রস্তুতির অভাবে লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছিল। সে পরিস্থিতি এখন অনেকটা বদলেছে। অনেকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে বেশি সংক্রামক বলছেন। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখনো পরিষ্কার তথ্য  পাওয়া যায়নি। আমরা এখনো অন্ধকারে আছি। এটা যেন দেশে ঢুকতে না পারে সে চেষ্টা করতে হবে। বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে স্ক্রিনিং জোরদার করতে হবে। যাতে কেউ আক্রান্ত থাকলে তাকে শনাক্ত করা যায়। বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন কঠোরভাবে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এগুলোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা বাড়াতে পারলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা হবে। তাই সে বিষয়েও নজর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর