শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে স্বাস্থ্য বিভাগ

-ডা. এম এ আজিজ

পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে স্বাস্থ্য বিভাগ

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখন বিশ্বব্যাপী আলোচনা তুঙ্গে। দেশের বন্দরগুলো ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে স্বাস্থ্যবিভাগ পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে।

অধ্যাপক এম এ আজিজ বলেন, গত দুই বছর ধরে আমরা কভিড-১৯ এর সঙ্গে যুদ্ধ করছি। আমাদের কাছে এ সংক্রান্ত অভিজ্ঞতা আছে। সরকার ও হাসপাতাল প্রস্তুত আছে। বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসা অস্বাভাবিক কিছু না। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। ওমিক্রন ৫০ বার মিউটেশন করেছে এবং ৩০ বার স্পাইক প্রোটিন বদলেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যেখানে মিউটেশন করেছে মাত্র দুই বার। টিকা এই ভ্যারিয়েন্টে কতটা কার্যকর হবে সে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো নির্দিষ্ট গাইডলাইন দেয়নি। তাই সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরত হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। চলমান টিকা কার্যক্রমে টিকা নিতে হবে। সরকারের প্রস্তুতি আছে, এখন জনগণকেও সচেতন হতে হবে।

সর্বশেষ খবর