শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভালো নির্বাচন কমিশন চাই

এম সাখাওয়াত হোসেন

ভালো নির্বাচন কমিশন চাই

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা বেটার নির্বাচন কমিশন চাচ্ছি এবং নির্বাচন কমিশনের সঙ্গে সবার সহযোগিতা চাইছি। ইসি কেমন হবে? না হবে? অতীতে যেভাবে নির্বাচন কমিশন হয়েছে। আগামীতেও সেই রকম নির্বাচন কমিশন হবে বলে মনে করেন তিনি। নতুন ইসি নিয়োগে রাষ্ট্রপতির চলমান সংলাপের বিষয়ে আলাপকালে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, সংলাপের মাধ্যমে তো আর ইসি গঠিত হবে না। ইসি গঠিত হবে তথাকথিত সার্চ কমিটি দিয়ে। ইসি গঠনের পরে বলা যাবে। কেননা সংলাপে তো আর ইসি সিলেকশন হচ্ছে না। রাষ্ট্রপতি তো নির্বাচন কমিশন গঠন করছেন না। তিনি সার্চ কমিটি গঠন করবেন, সার্চ কমিটি ইসি গঠন করবে। তিনি বলেন, সংলাপে পলিটিক্যাল আলোচনা হচ্ছে। সেখান থেকে কী আর আশা করা যায়। সার্চ কমিটির পরে ইসি গঠন হবে। তারপরে দেখা যাবে কী হয়। রাষ্ট্রপতি কাদের দিয়ে সার্চ কমিটি তৈরি করেন। তারপরে সার্চ কমিটি কীভাবে ইসি গঠন করে, তা এখনো অনেক দূরে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর