শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টানা পাঁচ দিন বাড়ল সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

আবারও খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। ১৮ ডিসেম্বরের পর গতকাল পর্যন্ত টানা পাঁচ দিন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১.৯৫ শতাংশ, যা ৬৯ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল গত ১৫ অক্টোবর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ৩৮২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের     হার ১.৯৫ শতাংশ। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১২ জন। প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৫৪ জন। এদিকে চলতি বছর প্রথমবারের মতো নমুনা পরীক্ষায় ১ শতাংশের নিচে শনাক্ত হারের খবর দেওয়া হয় গত ১৮ ডিসেম্বর। এতে জনমনে কিছুটা স্বস্তি এলেও পরদিন থেকে টানা বাড়তে থাকে সংক্রমণ। ১৯ ডিসেম্বর ১.২২ শতাংশ, ২০ ডিসেম্বর ১.৩০ শতাংশ, ২১ ডিসেম্বর ১.৩৯ শতাংশ, ২২ ডিসেম্বর ১.৮৭ শতাংশ ও ২৩ ডিসেম্বর ১.৯৫ শতাংশ শনাক্ত হারের খবর দেওয়া হয়। এ হারে বাড়তে থাকলে আজ ২ শতাংশ ছাড়িয়ে যেতে পারে শনাক্তের হার।

 

সর্বশেষ খবর