সংলাপের নামে সময় ক্ষেপণ না করে জাতীয় সংসদ ও সরকারকে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করার বার্তা দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করব, সংলাপ করে সময় ক্ষেপণ করবেন না। বরং জাতীয় সংসদকে এবং সরকারকে ‘আগামী এক মাসের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন করে আমার (রাষ্ট্রপতির) স্বাক্ষরের জন্য প্রেরণ করা হোক’ মর্মে একটা বার্তা পাঠান। এতে কার্যকরি উপকার হবে। গতকাল সন্ধ্যায় ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তো ইসি নিয়োগ দিতে পারেন না। যা কিছু করতে হয় প্রধানমন্ত্রীর পরামার্শে করতে হয়। কাজেই যে ব্যক্তির কাউকে নিয়োগ করার ক্ষমতা নেই, সেই ব্যক্তির অন্যদের পরামার্শ গ্রহণ করার দরকার কী? আইন করার জন্য রাষ্ট্রপতি সংসদকে বার্তা পাঠান, সে সময়ে সংসদ ও সরকার যদি আমাদের পরামার্শ চায় তাহলে আমরা পরামার্শ দেব। তিনি বলেন, গতবারও আমরা সংলাপে অংশ নিয়েছি। আমরা রাষ্ট্রপতিকে অনেকগুলো পরামার্শ দিয়েছিলাম। সেগুলো রাখা হয়নি। সে সময় রাষ্ট্রপতি নিজের স্বাক্ষরে এমন এক ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিলেন, যে ব্যক্তি ৩০ তারিখের নির্বাচন সম্পন্ন করলেন ২৯ তারিখে। সে সময় যে সুষ্ঠু নির্বাচন হয়নি, নিয়ম রক্ষার নির্বাচন হয়েছে, সরকারই তা স্বীকার করেছে। এমন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির দুঃখিত হওয়া উচিত ছিল। কিন্তু রাষ্ট্রপতি তা করেননি। এই কলঙ্কিত নির্বাচনের জন্য রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করলে হয়তো বুঝতাম এবার ভালো কিছু হবে। কিন্তু সে লক্ষণ তো নেই। মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, সংলাপের বিষয়বস্তু তো নতুন নয়। আমরা ২০১৬ সালেই প্রস্তাব দিয়েছি। যে এজেন্ডা গতবার ছিল, এবারও তাই। নতুন করে আর এ বিষয়ে কথা বলার কিছু নেই।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সংলাপ নয়, ইসি গঠনে আইন করা হোক
------ -মুজাহিদুল ইসলাম সেলিম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর