মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংলাপ নয়, ইসি গঠনে আইন করা হোক

------ -মুজাহিদুল ইসলাম সেলিম

সংলাপ নয়, ইসি গঠনে আইন করা হোক

সংলাপের নামে সময় ক্ষেপণ না করে জাতীয় সংসদ ও সরকারকে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করার বার্তা দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করব, সংলাপ করে সময় ক্ষেপণ করবেন না। বরং জাতীয় সংসদকে এবং সরকারকে ‘আগামী এক মাসের মধ্যে নির্বাচন কমিশন (ইসি)  গঠনের জন্য আইন করে আমার (রাষ্ট্রপতির) স্বাক্ষরের জন্য প্রেরণ করা হোক’ মর্মে একটা বার্তা পাঠান। এতে কার্যকরি উপকার হবে। গতকাল সন্ধ্যায় ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তো ইসি নিয়োগ দিতে পারেন না। যা কিছু করতে হয় প্রধানমন্ত্রীর পরামার্শে করতে হয়। কাজেই যে ব্যক্তির কাউকে নিয়োগ করার ক্ষমতা নেই, সেই ব্যক্তির অন্যদের পরামার্শ গ্রহণ করার দরকার কী? আইন করার জন্য রাষ্ট্রপতি সংসদকে বার্তা পাঠান, সে সময়ে সংসদ ও সরকার যদি আমাদের পরামার্শ চায় তাহলে আমরা পরামার্শ দেব। তিনি বলেন, গতবারও আমরা সংলাপে অংশ নিয়েছি। আমরা রাষ্ট্রপতিকে অনেকগুলো পরামার্শ দিয়েছিলাম। সেগুলো রাখা হয়নি। সে সময় রাষ্ট্রপতি নিজের স্বাক্ষরে এমন এক ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিলেন, যে ব্যক্তি ৩০ তারিখের নির্বাচন সম্পন্ন করলেন ২৯ তারিখে। সে সময় যে সুষ্ঠু নির্বাচন হয়নি, নিয়ম রক্ষার নির্বাচন হয়েছে, সরকারই তা স্বীকার করেছে। এমন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির দুঃখিত হওয়া উচিত ছিল। কিন্তু রাষ্ট্রপতি তা করেননি। এই কলঙ্কিত নির্বাচনের জন্য রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করলে হয়তো বুঝতাম এবার ভালো কিছু হবে। কিন্তু সে লক্ষণ তো নেই। মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, সংলাপের বিষয়বস্তু তো নতুন নয়। আমরা ২০১৬ সালেই প্রস্তাব দিয়েছি। যে এজেন্ডা গতবার ছিল, এবারও তাই। নতুন করে আর এ বিষয়ে কথা বলার কিছু নেই।

সর্বশেষ খবর