সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ মে

নিজস্ব প্রতিবেদক

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী ২০ মে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রথম ধাপে ১৩৫ উপজেলায় এ কার্যক্রম শুরু করবে ইসি। এবারে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপে তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ছবি তোলা, বায়োমেট্রিকসহ অন্যান্য কার্যক্রম শেষ করবে ইসি।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল বলেন, আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর ছবি তোলা, বায়োমেট্রিকসহ অন্যান্য কার্যক্রম চলবে। করোনার কারণে গতবার ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করতে পারেনি কমিশন।  সর্বশেষ গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছেন।ইসি সূত্র জানায়, ২০০৭-২০০৮ সালের ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ এবং সর্বশেষ ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। সেইবার একইসঙ্গে তিন বছরের তথ্য অর্থাৎ যাদের বয়স ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর