সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মেহেরপুরে সব পত্রিকার চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন

-মোছা. তসলিমা রহমান, এজেন্ট

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার সংবাদপত্র এজেন্ট মোছা. তসলিমা রহমান বলেছেন, পাঠকপ্রিয়তায় মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও অন্য কোনো পত্রিকা নেই। অন্যান্য পত্রিকা যা বিক্রি হয় তার তুলনায় তিন-চার গুণ বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন।

অল্প কথায় বস্তুনিষ্ঠ সংবাদ, চলমান নানা ঘটনা ও স্থানীয় সংবাদ, বিশেষ সংবাদ, শনিবারের পাতাসহ পাঠককের চাহিদাকে গুরুত্ব দিয়ে সব ধরনের তথ্য তুলে আনা হয় বাংলাদেশ প্রতিদিনে। এ কারণে মেহেরপুর পাঠকদের কাছে বাংলাদেশ প্রতিদিন নির্ভরযোগ্য ও আস্থার পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন শুরু থেকেই জেলাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, খুব সকালে পত্রিকা আসার কারণে বাংলাদেশ প্রতিদিন পাঠক ও হকারের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে দিয়েছে। এ কারণে সকাল ১০টার মধ্যে এর সব কপি বিক্রি হয়ে যায়। তাই হকাররাও বাংলাদেশ প্রতিদিন বিক্রি করে আনন্দ পান। মেহেরপুর জেলায় পত্রিকা বিক্রির দুজন এজেন্ট রয়েছে। এ দুই এজেন্ট মিলে বর্তমানে মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিন ১ হাজার ৬৫০ কপি, প্রথম আলো ৩০০, যুুগান্তর ৪০, আমার সংবাদ ২০, সংবাদ সারা বেলা ১৫, ইত্তেফাক ১৫ এবং বাকি সব পত্রিকা বিক্রি হয় ৮/১০ কপি করে। পেপার হাউসের ম্যানেজার গোলাম মাহাবুব লাল্টু বলেন, রকমারি, খেলার খবর, ইসলামিক পাতা, শনিবারের পাতাসহ দেশ-বিদেশের অনেক আগাম খবর বাংলাদেশ প্রতিদিনে পাওয়া যায়। যা অন্য কোনো পত্রিকায় পাওয়া যায় না। তাছাড়া মাত্র ৫ টাকায় একটি পূর্ণাঙ্গ দৈনিক- এটি ভাবতেই অবাক লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর