বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু বায়োপিকের ট্রেলার প্রদর্শনী কাল কান উৎসবে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক বায়োপিক ছায়াছবি ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’-এর ট্রেলার প্রথমবারের মতো দেখানো হবে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও অনুরাগ ঠাকুর উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুরাগ ঠাকুর ১৫ মে কান পৌঁছে গেছেন।

ভারতের জগদ্বিখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবির নির্মাণ শুরু হওয়া নির্ধারিত ছিল ২০২০ সালের ১৮ মার্চ। কভিড মহামারির কারণে তা শুরু করতে হয় ২০২১ সালের ২১ জানুয়ারি।

সূত্র জানান, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’ মুক্তি দেওয়া হবে। ছবিটির যৌথ প্রযোজক ভারত ও বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর