দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চলছে পরিবহন শ্রমিক সংগঠনের নামে প্রকাশ্যে চাঁদাবাজি। কথিত শ্রমিক সংগঠনের লাঠিয়াল বাহিনী প্রতিদিন এ বাজারে আসা ট্রাকচালকদের থেকে আদায় করে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনো ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন। তাই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বুধবার দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পরিবহন শ্রমিক সংগঠনের নামে কারা চাঁদাবাজি করছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। চাঁদাবাজি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের কাছে লিখিত অভিযোগ দেবেন।’ চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে আসা ট্রাকের চাঁদাবাজি রোধে আমরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেছি। তার পরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বুধবার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আমরা চাই পরিবহন শ্রমিক সংগঠনের এ চাঁদাবাজি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হোক।’ জানা যায়, চাক্তাই-খাতুনগঞ্জে বন্দর থেকে ভোগ্যপণ্য নিয়ে প্রতিদিন আসে প্রায় সাড়ে তিন শ ট্রাক। আবার এখান থেকে ভোগ্যপণ্য নিয়ে সমপরিমাণ ট্রাক দেশের বিভিন্ন জায়গায় যায়। এভাবে প্রতিদিন সাত শর মতো ট্রাক যাতায়াত করে এ বাজারে। ভোগ্যপণ্য পরিবহনে চাক্তাই-খাতুনগঞ্জে প্রবেশ করলেই প্রতিটি ট্রাককে চাঁদা হিসেবে গুনতে হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। এ দুই বাজারের কমপক্ষে ১০টি পয়েন্টে লাঠি নিয়ে অবস্থান করে চাঁদা উত্তোলনকারীরা। কোনো চালক চাহিদামতো চাঁদা না দিলেই লাঠিয়াল বাহিনী চালায় প্রকাশ্য নির্যাতন। কথিত সংগঠনের নামে চাঁদাবাজি রোধে প্রশাসনে একাধিকবার অভিযোগ করা হয়েছে। এ চাঁদাবাজির নেপথ্যে রয়েছে কমপক্ষে ৩০ জনের সিন্ডিকেট। তার মধ্যে নিজাম উদ্দিন কাজল ওরফে নাউক্কা কাজল, মহিউদ্দিন জনি, মিনহাজ উদ্দিন রনি, খলিলুর রহমান, নারায়ণ চৌধুরী, মনজু প্রকাশ ডিম মনজু, আবদুস শুক্কুর মিয়া, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ মুন্সি, আরিফ মিয়া, বেলাল হোসেন বেলাল, মো. মিলন, জেবল হোসেন, খোরশেদ আলম, নুরুল হক, মমিন, হানিফ, ইবরাহিম অন্যতম। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে কোনো ট্রাক প্রবেশ করলেই চাঁদা দিতে হয়। তারা শ্রমিক সংগঠনের নামে ট্রাকপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করে। এভাবে প্রতিদিন ৭ লাখ টাকা চাঁদা আদায় করে। মাস শেষে তা হয় ২ কোটি টাকার ওপরে হয়।’
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জ
মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় অভিযোগ করেও প্রতিকার নেই
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর