দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চলছে পরিবহন শ্রমিক সংগঠনের নামে প্রকাশ্যে চাঁদাবাজি। কথিত শ্রমিক সংগঠনের লাঠিয়াল বাহিনী প্রতিদিন এ বাজারে আসা ট্রাকচালকদের থেকে আদায় করে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনো ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন। তাই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বুধবার দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পরিবহন শ্রমিক সংগঠনের নামে কারা চাঁদাবাজি করছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। চাঁদাবাজি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের কাছে লিখিত অভিযোগ দেবেন।’ চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে আসা ট্রাকের চাঁদাবাজি রোধে আমরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেছি। তার পরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বুধবার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আমরা চাই পরিবহন শ্রমিক সংগঠনের এ চাঁদাবাজি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হোক।’ জানা যায়, চাক্তাই-খাতুনগঞ্জে বন্দর থেকে ভোগ্যপণ্য নিয়ে প্রতিদিন আসে প্রায় সাড়ে তিন শ ট্রাক। আবার এখান থেকে ভোগ্যপণ্য নিয়ে সমপরিমাণ ট্রাক দেশের বিভিন্ন জায়গায় যায়। এভাবে প্রতিদিন সাত শর মতো ট্রাক যাতায়াত করে এ বাজারে। ভোগ্যপণ্য পরিবহনে চাক্তাই-খাতুনগঞ্জে প্রবেশ করলেই প্রতিটি ট্রাককে চাঁদা হিসেবে গুনতে হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। এ দুই বাজারের কমপক্ষে ১০টি পয়েন্টে লাঠি নিয়ে অবস্থান করে চাঁদা উত্তোলনকারীরা। কোনো চালক চাহিদামতো চাঁদা না দিলেই লাঠিয়াল বাহিনী চালায় প্রকাশ্য নির্যাতন। কথিত সংগঠনের নামে চাঁদাবাজি রোধে প্রশাসনে একাধিকবার অভিযোগ করা হয়েছে। এ চাঁদাবাজির নেপথ্যে রয়েছে কমপক্ষে ৩০ জনের সিন্ডিকেট। তার মধ্যে নিজাম উদ্দিন কাজল ওরফে নাউক্কা কাজল, মহিউদ্দিন জনি, মিনহাজ উদ্দিন রনি, খলিলুর রহমান, নারায়ণ চৌধুরী, মনজু প্রকাশ ডিম মনজু, আবদুস শুক্কুর মিয়া, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ মুন্সি, আরিফ মিয়া, বেলাল হোসেন বেলাল, মো. মিলন, জেবল হোসেন, খোরশেদ আলম, নুরুল হক, মমিন, হানিফ, ইবরাহিম অন্যতম। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে কোনো ট্রাক প্রবেশ করলেই চাঁদা দিতে হয়। তারা শ্রমিক সংগঠনের নামে ট্রাকপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করে। এভাবে প্রতিদিন ৭ লাখ টাকা চাঁদা আদায় করে। মাস শেষে তা হয় ২ কোটি টাকার ওপরে হয়।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জ
মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় অভিযোগ করেও প্রতিকার নেই
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর