দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চলছে পরিবহন শ্রমিক সংগঠনের নামে প্রকাশ্যে চাঁদাবাজি। কথিত শ্রমিক সংগঠনের লাঠিয়াল বাহিনী প্রতিদিন এ বাজারে আসা ট্রাকচালকদের থেকে আদায় করে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনো ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন। তাই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বুধবার দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘পরিবহন শ্রমিক সংগঠনের নামে কারা চাঁদাবাজি করছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। চাঁদাবাজি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেননি। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের কাছে লিখিত অভিযোগ দেবেন।’ চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে আসা ট্রাকের চাঁদাবাজি রোধে আমরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেছি। তার পরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বুধবার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আমরা চাই পরিবহন শ্রমিক সংগঠনের এ চাঁদাবাজি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হোক।’ জানা যায়, চাক্তাই-খাতুনগঞ্জে বন্দর থেকে ভোগ্যপণ্য নিয়ে প্রতিদিন আসে প্রায় সাড়ে তিন শ ট্রাক। আবার এখান থেকে ভোগ্যপণ্য নিয়ে সমপরিমাণ ট্রাক দেশের বিভিন্ন জায়গায় যায়। এভাবে প্রতিদিন সাত শর মতো ট্রাক যাতায়াত করে এ বাজারে। ভোগ্যপণ্য পরিবহনে চাক্তাই-খাতুনগঞ্জে প্রবেশ করলেই প্রতিটি ট্রাককে চাঁদা হিসেবে গুনতে হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। এ দুই বাজারের কমপক্ষে ১০টি পয়েন্টে লাঠি নিয়ে অবস্থান করে চাঁদা উত্তোলনকারীরা। কোনো চালক চাহিদামতো চাঁদা না দিলেই লাঠিয়াল বাহিনী চালায় প্রকাশ্য নির্যাতন। কথিত সংগঠনের নামে চাঁদাবাজি রোধে প্রশাসনে একাধিকবার অভিযোগ করা হয়েছে। এ চাঁদাবাজির নেপথ্যে রয়েছে কমপক্ষে ৩০ জনের সিন্ডিকেট। তার মধ্যে নিজাম উদ্দিন কাজল ওরফে নাউক্কা কাজল, মহিউদ্দিন জনি, মিনহাজ উদ্দিন রনি, খলিলুর রহমান, নারায়ণ চৌধুরী, মনজু প্রকাশ ডিম মনজু, আবদুস শুক্কুর মিয়া, নজরুল ইসলাম, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ মুন্সি, আরিফ মিয়া, বেলাল হোসেন বেলাল, মো. মিলন, জেবল হোসেন, খোরশেদ আলম, নুরুল হক, মমিন, হানিফ, ইবরাহিম অন্যতম। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জে কোনো ট্রাক প্রবেশ করলেই চাঁদা দিতে হয়। তারা শ্রমিক সংগঠনের নামে ট্রাকপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করে। এভাবে প্রতিদিন ৭ লাখ টাকা চাঁদা আদায় করে। মাস শেষে তা হয় ২ কোটি টাকার ওপরে হয়।’
শিরোনাম
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জ
মাসে ২ কোটি টাকা চাঁদা আদায় অভিযোগ করেও প্রতিকার নেই
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর