বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

আস্থার সংকট কাটাতে পলিসি সাপোর্ট দিতে হবে

ছায়েদুর রহমান

আস্থার সংকট কাটাতে পলিসি সাপোর্ট দিতে হবে

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, বর্তমান দরপতনের তেমন কোনো কারণ নেই। বিশ্বের অনেক দেশে দরপতনের পর এখন আবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আমাদের এখানে দ্রুত ঘুরে দাঁড়াবে বাজার। তবে কর্তৃপক্ষের ভূমিকা নিতে বাজারকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে হবে। এ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের পলিসি সাপোর্ট। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ থাকলে আস্থাহীনতার সৃষ্টি হবে না। বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে না। আমাদের বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ কম। ফলে যখন বাজারে সূচক কমে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশ প্রতিদিনের কাছে ছায়েদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হলে ডিভিডেন্ডের ওপর কর ছাড় দিতে হবে। ডিভিডেন্ডের ওপর কর থাকলে তখন ডেইলি ট্রেডের দিকে সবার আগ্রহ তৈরি হয়। যদি সবাই ডেইলি ট্রেড করেন তাহলে বাজার স্থিতিশীল হবে কীভাবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আগামী বাজেটে পুঁজিবাজার বিষয়ে কার্যকর পলিসি সাপোর্ট দিতে পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে নানা গুজব সৃষ্টি করছেন অনেকে, যা বাজারে আতঙ্ক ছড়াচ্ছে। বিনিয়োগকারীদের বলব, গুজবে কান না দিয়ে বিনিয়োগ করুন। যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কেটে যাবে। আশা করি দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে। শেয়ারের দরও বাড়বে।

সর্বশেষ খবর