বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

আবার মহুয়া সুন্দরী

সাংস্কৃতিক প্রতিবেদক

আবার মহুয়া সুন্দরী

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হলো নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’। সিলেটের বিয়ানিবাজারের নাচের প্রতিষ্ঠান নৃত্যকণা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হয় এই নৃত্যনাট্যটি। সংগীতের সঙ্গে নৃত্যের ছন্দময় শৈল্পিকতায় অনুষ্ঠানস্থলকে মোহনীয় করে তোলেন শিল্পীরা। নাচে ও গানে পুরো আয়োজনে বিভোর হয়ে থাকে নৃত্যানুরাগী দর্শকরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক সৈয়দা আঁখি হক, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, নৃত্যশিল্পী ফারজানা চৌধুরী বেবী। সভাপতিত্ব করেন বিয়ানিবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর।

অন্যদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় স্টেজ ওয়ান প্রযোজিত নাটক ‘অড কাপল’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন ‘ডিয়ার লায়ার’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর