বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

এমপি বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে ইসি। গতকাল ইসির যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। আচরণবিধি উল্লেখ করে এমপির কাছে পাঠানো চিঠিতে বলা হয়- কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, অনতিবিলম্বে আপনাকে উল্লিখিত নির্বাচনী এলাকা ত্যাগ করে আচরণবিধি প্রতিপালন বিষয়ে কমিশনকে সহযোগিতা করতে বিনীত অনুরোধ করছি। সংসদ সদস্যদের স্থানীয় ভোটের প্রচারে অংশ নেওয়ার সুযোগ নেই। অথচ আচরণবিধি লঙ্ঘন করে কৌশলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন এমন অভিযোগ তদন্ত করে সত্যতাও পায় ইসি। স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু ইতোমধ্যে এ নিয়ে অভিযোগও দিয়েছেন। স্থানীয় সরকারের নির্বাচনে আচরণবিধি উপেক্ষা করে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও প্রভাব খাটানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন ইতোমধ্যে তিনজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে। কমিশন বলেছে- লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো এলাকায় আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটানো হচ্ছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কোনো কোনো ক্ষেত্রে এমন পরিস্থিতির উদ্ভব হলে, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে হতে পারে।

ইসির নোটিশ কেন বাতিল নয়হাই কোর্ট: এদিকে এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারকে সতর্ক করে নির্বাচন কমিশনের দেওয়া নোটিশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এমপির পক্ষে শুনানি করেন সাঈদ আহমেদ রাজা।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

সর্বশেষ খবর