বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে আসামি ২-৩ শ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার বিহারিদের (অবাঙালি) সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল বাদী হয়ে গতকাল দুপুরে মামলাটি করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০-৩০০ জন নারী-পুরুষকে। তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ১০ জুন জুমার নামাজের সময় আদমজী বিহারি কলোনি এলাকার শাহী জামে মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এক এসআইয়ের ওপর হামলার অভিযোগে মামলা হয়। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করে। এর প্রতিবাদে ১৩ জুন সকাল থেকে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-চিটাগাংরোড অবরোধ করে কলোনির বাসিন্দারা। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটক, বিহারি কলোনির রাস্তা এবং আদমজী ইপিজেডের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে গ্রেফতারদের ছেড়ে দিতে স্লোগান দেয় বিহারিরা। রাস্তা থেকে সরাতে গেলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় অর্ধশতাধিক টিয়ারশেল ও শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আমির খসরু, পুলিশ সদস্য রিপন ও ইকরাম বিহারি, আবদুল হামিদ, রনিসহ ২০ জন আহত হন। ওই ঘটনায় গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক তন্ময় মণ্ডল বাদী হয়ে মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, সোমবার পুলিশের কর্তব্য কাজে বাধা দান এবং হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান চলছে, অপরাধীদের অচিরেই গ্রেফতার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর