মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা
বাসচাপায় শিক্ষার্থী আহত

ছাত্রদের অবরোধে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা অচল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি বাসের চাপায় মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেন তার সহপাঠীরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রী ও পথচারীরা।

দুর্ঘটনার পর গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘এনা পরিবহনের একটি বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। তার নাম সাদমান ফেরদৌস সাদ। ঘটনার প্রতিবাদে বিকাল থেকে হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন চালায় শিক্ষার্থীরা। এতে আশপাশ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’ তিনি বলেন, প্রথমে শিক্ষার্থীরা হাউস বিল্ডিংয়ে নেমেছিল, তখন সবাই মাইলস্টোনের শিক্ষার্থী ছিল। তাদের বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিলে তারা আবার আজমপুর গিয়ে আশপাশের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেখানে রাস্তা অবরোধ করে বসে পড়ে। নিরাপদ সড়ক ও এনা বাসের চালক-হেলপারের গ্রেফতার দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সর্বশেষ খবর