শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

চিরকুট লিখে আত্মহত্যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বাবা-মা ও দিদির (বড় বোন) উদ্দেশে ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী প্রমিজ নাগ (২৪)। একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এক তরুণীর বিরুদ্ধে এ ক্ষেত্রে প্ররোচনার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে নগরীর গোবরচাকা ভাড়া বাসা থেকে প্রমিজ নাগের মরদেহ উদ্ধার হয়। তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ও পিরোজপুর নাজিরপুরে জ্যোতির্ময় নাগের পুত্র। সহপাঠীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারে শিক্ষার্থী এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের কিছু ঘনিষ্ঠ ছবিও রয়েছে। তবে সম্পর্কে টানাপোড়েন হলে ওই ছাত্রী কিছুদিন আগে ক্যাম্পাসে প্রমিজ নাগকে চড় মারে। বিষয়টি নিয়ে দুজনের পরিবারের সঙ্গে বসেছিলেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ওই ঘটনার পর দুজনের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু দুদিন ধরে প্রমিজ ক্লাসে আসেনি। তার আত্মহত্যার খবর কোনোভাবে টের পেয়েছিল ওই ছাত্রী। দরজা ভেঙে প্রমিজকে হাসপাতালে নেওয়ার সময় সেখানে সে উপস্থিত ছিল। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে ওই তরুণীর তরফ থেকে প্রমিজকে ৩০ হাজার টাকার জন্য চাপ দেওয়ার বিষয় উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, চিরকুটে লেখা ছিল- ‘সে ৩০ হাজার টাকা দাবি করতেছে কিন্তু তাকে ৫০ হাজার টাকা দিয়ে দিও। টাকা-পয়সায় কিছু হয় না কিন্তু যে-টা নিয়ে যে ভালো থাকে থাকুক।’ সোনাডাঙ্গা থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান মৃধা বলেন, আত্মহত্যার ঘটনায় নানারকম তথ্য পাওয়া গেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হবে। পুলিশ দুজনের মধ্যে সম্পর্ক ও টাকা দাবির বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ খবর