রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলা নাট্যের নৌযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলা নাট্যের নৌযাত্রা

রাজশাহীর পদ্মা নদীতে ব্যতিক্রমী নৌযাত্রার আয়োজন করা হয় গতকাল। আলুপট্টি ঘাট থেকে সকালে শুরু হয়ে নৌযাত্রা শেষ হয় বড়ালের মোহনায় গিয়ে। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলা নাট্যের নৌযাত্রা নামে প্রতীকী এ বর্ণিল আয়োজন রাজশাহী  থিয়েটার ও পদ্মা বড়াল থিয়েটারের। এতে ছিল পদ্মার বুকে ঢেউয়ের তালে নৌযাত্রা, নৌকার মঞ্চে গম্ভীরা, আলকাপ, মনসামঙ্গল। নদীকেন্দ্রিক বাংলা সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতীকী এ বর্ণিল আয়োজন বলে উল্লেখ করেন আয়োজকরা। তাঁরা বলেন, সময়ের পরিবর্তনে বিনোদনের ধরন বদলেছে। কিন্তু নদী সব সময় ছিল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নদী দখল আর দূষণে সে সভ্যতা হারিয়ে যাচ্ছে। এতে অংশ নিয়ে নাট্যজনরা নদী রক্ষায় গাইলেন জাগরণের গান। দুপুরে ইলা মিত্র মঞ্চে আয়োজন করা হয় বাংলার আলকাপ, গম্ভীরা, মনসামঙ্গল ও মাদারের গান। এসব আয়োজনে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘নদী আমাদের সংস্কৃতির উপাদান। মানুষ তো আছে, সঙ্গে নদী, পাখি, বৃক্ষ। আমরা মনে করি সবকিছু নিয়ে বাংলাদেশ, পুরো পৃথিবী। এগুলো ধ্বংস করার অধিকার কারও নেই। এর মধ্য থেকে উঠে এসেছে আলকাপ, গম্ভীরা, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি। এগুলো স্বাধীন, মুক্ত বাংলাদেশে দাবি রাখে নিজস্ব শিল্পনীতি, নিজস্ব নাট্যনীতিতে আধুনিক চর্চার। সেজন্য নৌযাত্রা, বার্তা দেওয়া এ নদীকে রক্ষার। নিজস্ব সংস্কৃতি তুলে ধরার।’

বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, এর মাধ্যমে বাংলার সংস্কৃতি যেমন তুলে ধরা, তেমনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে প্রতীকী আন্দোলন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর