বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রিড বিপর্যয়ে তিন বিভাগে বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা প্রায় ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, গতকাল সকাল ৯টায় ঈশ্বরদী ২৩/১৩২ কেভি গ্রিড সাবস্টেশন থেকে সব ২৩০ কেভি সার্কিট এবং ১৩২ কেভি সার্কিট ট্রিপ করে যায়। এতে এই তিন বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে।  গ্রিড উপকেন্দ্রের ট্রিপের      কারণে ওই অঞ্চলে সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।  তবে এই বিদ্যুৎ বিভ্রাটের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ জন্য  চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আগামী ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল সকাল ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সঞ্চালন লাইন ‘ট্রিপ করলে’ জটিলতা তৈরি হয়। এর ফলে বরিশাল, খুলনা, রাজশাহী এবং বৃহত্তর ফরিদপুর জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। আমরা ধাপে ধাপে বিদ্যুৎ ফিরিয়ে এনেছি। দুপুরের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মেরামত শুরুর পর ৯টা ৪০ মিনিটে রাজশাহী, ১০টা ১০ মিনিটে খুলনা এবং ১০ টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে ঠিক কোন কারণে এই বিভ্রাট হয়েছে তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর