শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাড়ছেই ডেঙ্গু বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাড়ছেই ডেঙ্গু বাড়ছে মৃত্যু

করোনা ও ডেঙ্গুর দাপট বেড়েই চলেছে। নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার গত ২ আগস্টের পর আবারও ৭ শতাংশ ছাড়িয়ে গেছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে ৫ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৮৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৭.৪০ শতাংশ, যা ৩৭ দিনের মধ্যে সর্বোচ্চ। গত এক দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৫ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ২০৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২২৭ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। সুস্থ ও মৃত বাদে শনাক্ত হওয়া সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৭০০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৮৯ জন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ও পূর্ববর্তী দুই দিনে ভর্তি হন যথাক্রমে ২৭৯ জন ও ২৮৪ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৮ জন ডেঙ্গু রোগী।

এদিকে ৮৮৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি আছেন ৭২১ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৫ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ৯৫১ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫০৩ জন ভর্তি হন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৩৪ জন।

 

সর্বশেষ খবর