বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে

অধ্যাপক নাজমুল ইসলাম

দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সংক্রামক রোগ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির দিকে আমরা নজর রেখেছি। এর পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, হাসপাতালে আসতে হবে। অবহেলায় দেরি হলে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ডেঙ্গু জ্বরে রোগী বাড়তে শুরু করলে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বড় আকার ধারণ করে। তাই এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে। স্বচ্ছ জমাট বাঁধা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। জরিপে আমরা দেখেছি, নির্মাণাধীন ভবনের মেঝেতে জমে থাকা পানি এডিসের বংশ বিস্তারের বড় উৎস। এ ছাড়া যেখানে-সেখানে ফেলে রাখা ড্রাম, টায়ার, প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেট, ডাবের খোসায় পানি জমে এডিসের মশার বংশ বিস্তারে সহায়তা করছে। এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বর আসলে অনেকে অবহেলা করে দেরি করে হাসপাতালে আসছেন। শুরু থেকে প্রয়োজনীয় চিকিৎসা না হওয়ায় রোগীর পরিস্থিতি জটিল হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা হাসপাতালের পরিচালকদের চিঠি পাঠাচ্ছি। ডেঙ্গু শনাক্তকরণ কিট, চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে রোগী ম্যানেজমেন্টের বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। ডা. নাজমুল ইসলাম আরও বলেন, করোনার নতুন এক সাব-ভ্যারিয়েন্ট সম্প্রতি মিলেছে। এই সংক্রমণের ঊর্ধ্বগতির পেছনে এই ভ্যারিয়েন্ট দায়ী কি না তা গবেষণা ছাড়া বলা যাবে না। আমরা সার্বিক প্রস্তুতি রেখেছি। সবাই মাস্ক পরলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

 

সর্বশেষ খবর