বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উচ্ছেদের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

উচ্ছেদের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ

রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে গতকাল বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরু হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হকাররা। এ সময় রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বাধার মুখে কিছুক্ষণ বন্ধ থাকে অভিযান। পরে ফের শুরু হয়। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল দুপুর ১টার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে একজনকে জরিমানা করার খবর ছড়িয়ে পড়লে হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা অভিযান বন্ধ করতে নানা ধরনের স্লোগান দেন। অভিযান এলাকার আশপাশের সড়কে হকারদের মিছিল করতে দেখা যায়। অভিযানে নেতৃত্বদানকারী মো. মনিরুজ্জামান গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে ফোনে বলেন, ‘আমরা অভিযান বন্ধ করিনি। এখনো অভিযান চলছে।’ বিক্ষোভকালে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাসিম কবির বলেন, হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে। তিনি মেয়রকে উদ্দেশ করে বলেন, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি, এটা মেনে নেব না। আপনারা মার্কেট করবেন, সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে? আগে হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব। এদিকে গতকাল দুপুরে অভিযান শুরু হতেই গুলিস্তান এলাকায় হকারদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। মালপত্র গুছিয়ে ফুটপাত খালি করে দেন অনেকে। রাতেই আবার অনেক হকারকে মালপত্র নিয়ে ফুটপাতে ফিরে আসতে দেখা যায়। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সড়ক ও ফুটপাত লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করেছে। লাল চিহ্নিত সড়ক ও ফুটপাতে কখনো হকার বসতে পারবে না। পাশাপাশি হলুদ শ্রেণি চিহ্নিত সড়ক ও ফুটপাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট স্থানে হকার বসতে পারবে। আর সবুজ চিহ্নিত সড়ক ও ফুটপাতে পথচারী বা যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে হকার বসতে পারবে। প্রাথমিকভাবে লাল চিহ্নিত এলাকায় অভিযান শুরু করেছে ডিএসসিসি।

 

সর্বশেষ খবর