সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
স্কুলছাত্রী অদিতা হত্যা

চতুর্থ দিনেও উত্তাল নোয়াখালী শহর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী অদিতা হত্যার ঘটনার চতুর্থ দিন গতকালও উত্তাল ছিল নোয়াখালী জেলা শহর মাইজদী। এই নৃশংস হত্যার প্রতিবাদ ও ফাঁসির দাবিতে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত মাইজদী-সোনাপুর প্রধান সড়কের টাউন হল মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় যানবাহন আটকা পড়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি মেনে দ্রুত শাস্তি ও মামলার চার্জশিট দেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে চলে যায় তারা। এদিকে শনিবার রাত পৌনে ৮টায় নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার মূল আসামি গৃহশিক্ষক আবদুর রহিম রনি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ভিকটিম তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) ক্ষিপ্ত হয়ে বালিশ চাপা দিয়ে ছুরি দিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে। বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান। ঘটনার মূল আসামি আবদুর রহিম রনিসহ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে অদিতাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হাতের রগ ও গলা কেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধারের পর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি (২৫), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদকে (২০) গ্রেফতার করে। গতকাল আদালত রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর